বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পান্ন

বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পান্ন


সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। আজ রোববার ভোট গ্রহণ। সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপিসহ গোয়েন্দা বিভাগের অনেক সদস্য আরো দুদিন আগে থেকে বাউফলে অবস্থান নিয়েছেন। বাউফলের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া তেঁতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের জন্য অতিরিক্ত  কোস্টগার্ড নিয়োগ করা হয়েছে। অপরদিকে আইন-শৃংখলা শান্তিপূর্ণ রাখার জন্য বিভিন্ন বাহিনীর রয়েছে একাধিক ভ্রাম্যমাণ টীম। এক কথায় নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।  
নির্বাচন কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও নির্বাচনের দায়িত্ব পালকারীদের পৌঁছে দেয়ার জন্য প্রায় আড়াই শতাধিক অটো গাড়ি ও স্থানীয় যানবাহন  সকাল থেকে উপজেলা চত্ত্বরে আনা হয়েছে। বেলা ৩ টা থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছেন নির্বাচন অফিস।  
চলতি উপজেলা পরিষদ নির্বাচনে বাউফলে মোট ভোটর রয়েছে ২ লাখ ৫১ হাজার ৮৭৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৭২৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২৫ হাজার ১৪৬ জন।  ভোট গ্রহণের জন্য বাউফলে মোট ১০৮টি কেন্দ্র স্থাপণ করা হয়েছে।